মধ্যপ্রাচের একটি শক্তিশালী অর্থনীতির দেশের নাম হচ্ছে কাতার। এবার কাতারের প্রবাসী হিসেবে আপনি যদি বাংলাদেশি টাকার সাথে কাতারের টাকার মান দেখে নিতে চান অর্থাৎ কাতারের টাকার মান সংক্রান্ত তথ্য জেনে নিতে চান, তাহলে সেটি কিভাবে জেনে নিবেন?
অর্থাৎ আজকের কাতারে টাকার মান কত সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন।
কাতারের টাকার মান?
কাতারের টাকার মান হল: ৩২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আপনি যদি কাতারে টাকার মানের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই টাকার যে মান রয়েছে, সেই মানটি বাংলাদেশ টাকার মানের তুলনায় অনেক বেশি।
অর্থাৎ বাংলাদেশি টাকার মানের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাংলাদেশি এক টাকায় কাতারের, মুদ্রার ৩২ ভাগের এক ভাগ পাওয়া যাবে।
যার কারণে এটা বলা যায় যে বাংলাদেশী টাকার মানের তুলনা কাতারের টাকার মান অনেক বেশি এবং একই সাথে আপনি যদি সেই দেশে এক টাকা ইনকাম করতে পারেন তাহলে সেটি বাংলাদেশি টাকায় আপনি ৩২ টাকা পাবেন।
কাতারের টাকার মান এত বেশি বাড়ার কারণ কি?
কাতারের টাকার রেট এত বেশি হওয়ার অন্যতম একটি কারণ হলো কাতারের অভ্যন্তরী প্রাকৃতিক সম্পদের ভান্ডার রয়েছে সেই কারণে। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কাতারের অভ্যন্তরে প্রাকৃতিক সম্পদের বিশাল মজুদ রয়েছে।
এবং প্রাকৃতিক তেল, গ্যাস সহ এসবের মজুদের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনৈতিক অবস্থা দিন দিন খুবই সমৃদ্ধ হওয়ার কারণে তাদের দেশের যে মুদ্রার মান রয়েছে সেটি বৃদ্ধি পাচ্ছে।
এবং এটি হচ্ছে অন্যতম একটি কারণ যার কারণে কাতারের অভ্যন্তরে যে মুদ্রা রয়েছে অর্থাৎ কাতারি রিয়াল এর মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের তুলনায় অনেক বৃদ্ধি পাচ্ছে।
কাতারের মুদ্রার নাম কি?
কাতারের অভ্যন্তরী লেনদেন করার জন্য তাদের একটি নির্দিষ্ট মুদ্রা বিদ্যমান রয়েছে। কাতারের মুদ্রার নাম কাতারি রিয়াল। অর্থাৎ আপনি যদি কাতারের অভ্যন্তরে লেনদেন করতে চান, তাহলে আপনাকে এই কাতারি রিয়াল এর মাধ্যমে লেনদেন করতে হবে।
এবং আপনি যদি কাতারের মুদ্রার নাম সংগ্রহ করে নিতে চান, তাহলে আপনি কাতারের কেন্দ্রীয় ব্যাংক থেকে সেটি সংগ্রহ করে নিতে পারবেন।