দুবাই স্বর্ণের দাম কত? আজকের গোল্ড রেট দুবাই

আপনি যদি দুবাই অভ্যন্তর থেকে স্বর্ণ ক্রয় করে নিতে চান, তাহলে সে ক্ষেত্রে দুবাই থেকে জনপ্রিয় করার ক্ষেত্রে আপনাকে যে তথ্যটি সংগ্রহ করে নিতে হবে সেটি হল, দুবাই স্বর্ণের দাম কত?

পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে অভ্যন্তরে যে স্বর্ণের মজুদ রয়েছে সেই স্বর্ণের মজুদের উপর ভিত্তি করে, এবং একই সাথে সেই দেশের অভ্যন্তরে যে চলমান মুদ্রাস্ফীতি রয়েছে সেটির উপর ভিত্তি করে সেই দেশের যে স্বর্ণের দাম রয়েছে সেটি নির্ধারণ করা হয়।

একই সাথে কোন দেশের অভ্যন্তরে যে স্বর্ণের চাহিদা রয়েছে সেটির উপর নির্ভর করেও, স্বর্ণের দাম নির্ধারণ করা হয়ে থাকে। এখান থেকে আপনি জেনে নিতে পারবেন, দুবাই স্বর্ণের দাম কত? এবং দুবাই থেকে আপনি যদি আজকে স্বর্ণ সংগ্রহ করতে চান তাহলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেই সংক্রান্ত তথ্য।

দুবাই স্বর্ণের দাম কত?

সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী দুবাই স্বর্ণের দাম কত টাকা হতে পারে, সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।

Qty22K Gold Rate18K Gold Rate24K Gold Rate
10gAED 2,940.00AED 2,440.00AED 3,175.00
8gAED 2,352.00AED 1,952.00AED 2,540.00
4gAED 1,176.00AED 976.00AED 1,270.00
2gAED 588.00AED 488.00AED 635.00
1gAED 294.00AED 244.00AED 317.50

উপরে যে তথ্যটি দেয়া হয়েছে সেটি হলো সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী আপনি যদি আজকে দুবাই থেকে যেকোন ক্যারেটের স্বর্ণ ক্রয় করে নিতে চান, তাহলে সেই স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেই সংক্রান্ত একটি তথ্য।

অর্থাৎ দুবাই অভ্যন্তর থেকে স্বর্ণ ক্রয় করার জন্য আপনাকে, উপরে উল্লেখিত এমাউন্টে টাকা খরচ করতে হবে এবং এই অ্যামাউন্টে টাকা খরচ করার মাধ্যমে আপনাকে সেখান থেকে সংগ্রহ করে নিতে হবে।

আজকে বাংলাদেশের সোনার দাম কত?

এছাড়াও আপনি যদি আজকে বাংলাদেশের স্বর্ণের দাম সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিতে চান, তাহলে আজকে বাংলাদেশের স্বর্ণের দাম কত সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নেয়ার জন্য, নিম্নলিখিত লাইভ সোর্স ব্যবহার করতে পারেন।

দেখে নিন: আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশ

উপরে উল্লেখিত ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনি আজকের সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে আজকের স্বর্ণের দাম কত টাকা হতে পারে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারবেন।

বিষয়টি এরকম যে, বাংলাদেশ স্বর্ণের দাম নিয়ন্ত্রণকারী সংস্থার হিসেবে যে সংস্থা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক নিয়ন্ত্রিত যে স্বর্ণের দাম রয়েছে, সেই সংক্রান্ত লাইভ আপডেট এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নেয়া সম্ভব।

আরো দেখুন: পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top