স্বল্প বাজেটের মধ্যে যে সমস্ত মোবাইল ফোন খুবই কার্যকরী এবং একই সাথে বিভিন্ন রকমের কার্যকরী ফিচার্স এর মাধ্যমে তৈরি করা, সেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি মোবাইল ফোনের নাম হলো ভিভো y21. আপনি যদি বর্তমান সময়ে এই মোবাইলটি কিনতে চান, তাহলে আপনাকে জেনে নিতে হবে ভিভো y21 বাংলাদেশ প্রাইস কত টাকা হবে?
অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যে কোন মোবাইল ফোনের দোকান থেকে আপনি যদি মোবাইল ফোনটি ক্রয় করতে চান সে ক্ষেত্রে, বিভিন্ন ভেরিয়েন্ট এর জন্য এই মোবাইল ফোনটি ক্রয় করার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে, সেই সম্পর্কিত তথ্য এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন।
ভিভো y21 বাংলাদেশ প্রাইস?
ভিভো y21 নামের যে মোবাইলটি রয়েছে, এই মোবাইলটি মূলত সর্বমোট একটি ভেরিয়েন্ট বিদ্যমান রয়েছে। এই ভেরিয়েন্টটি হল ৬৪ জিবি মোবাইল ফোনের স্টোরেজ, এবং 4gb রেম সমন্বয় তৈরি এই মোবাইল ফোনটি।
এবার আপনি যদি এই ভেরিয়েন্ট এর জন্য এই মোবাইল ফোনটি ক্রয় করতে চান, তাহলে যেকোন দোকান থেকে এই মোবাইলটি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে সর্বমোট খরচ করতে হবে, ১৫,৯৯৯ টাকা। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, ভিভো y21 বাংলাদেশ প্রাইস হলো ১৫, ৯৯৯ টাকা।
তবে, যতদিন যাবে ততদিন এই মোবাইল ফোনের দাম আরো কমবে।
এবার আপনি যদি এই মোবাইলে যে সমস্ত ফিচার্স বিদ্যমান রয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিতে চান; তাহলে সেটি নিচে থেকে দেখে নিতে পারেন।
Key Specifications
- Storage 64GB
- RAM 4GB
- Main Camera 13+2MP
- Front Camera 8MP
- Display6.51”720x1600p
- BatteryLi-Ion 5000mAh
উপরে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে সেটি হল ভিভো ওয়াই ২১ মোবাইল ফোনের যে সমস্ত ফিচার্স রয়েছে সে সমস্ত ফিচারস। এবার এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে এবং একই সাথে এই মোবাইল ফোনের যে দাম রয়েছে, সেটি বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এই মোবাইল ফোনটি আপনি করবেন কিনা।
অথবা এই মোবাইল ফোনের দাম এবং ভেরিয়েন্ট দেখে আপনি আপনার যে প্রয়োজন রয়েছে সেটি মিলিয়ে নিতে পারেন এবং যদি এই মোবাইল ফোনটি আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হয়, তাহলে আপনি নিঃসন্দেহে এই মোবাইল ফোন ক্রয় করতে পারেন।